• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নভোএয়ারে যুক্ত হলো অত্যাধুনিক ৪র্থ এটিআর বিমান


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১১, ২০১৭, ০৬:৪৫ পিএম
নভোএয়ারে যুক্ত হলো অত্যাধুনিক ৪র্থ এটিআর বিমান

ঢাকা: দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বহরে অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের আরেকটি উড়োজাহাজ যুক্ত হয়েছে। উড়োজাহাজটি রোববার (১০ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

এসময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর সদস্য (অপারেশন এন্ড প্ল্যানিং) এয়ার কমোডর এম মোস্তাফিজুর রহমান, নভোএয়ার এর চেয়ারম্যান ফয়জুর রহমান এমপি, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন ।

এ নিয়ে নভোএয়ারের বিমান বহরে এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজের সংখ্যা চার- এ উন্নীত হলো। নভোএয়ার এর বহরে বর্তমানে ৩টি এম্ব্রেয়ার ও ৪টি এটিআর মিলে মোট ৭টি উড়োজাহাজে উন্নীত হলো।

নতুন উড়োজাহাজ দিয়ে আগামী ২০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম একটি, যশোর একটি ও সৈয়দপুর একটি করে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে নভোএয়ার। এছাড়াও আঞ্চলিক গন্তব্যে  ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রতিদিন চারটি, কক্সবাজার দুটি, যশোর দুটি, সিলেট একটি, সৈয়দপুর দুটি ও কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে। 

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!