• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১

তিতুমীর ট্রাভেল ক্লাবের যাত্রা শুরু 


নিজস্ব প্রতিবেদক জুন ১৪, ২০২৩, ০৩:২৪ পিএম
তিতুমীর ট্রাভেল ক্লাবের যাত্রা শুরু 

ঢাকা: 'ভ্রমণ মানেই সানন্দে বেঁচে থাকা ' এই স্লোগানকে সামনে নিয়ে গঠিত হলো তিতুমীর ট্রাভেল ক্লাব।রোববার (১১ জুন) আগামী ২ বছরের জন্য তিতুমীর ট্রাভেল ক্লাবের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে সভাপতি মো. রিয়াদ সরকার, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইফ সিদ্দিক আকন্দ। অন্যান্যদের মধ্যে সহ–সভাপতি মোহাম্মদ সুমন ভূইয়া ও মোহাম্মদ মাহফিজুল ইসলাম সাগর। যুগ্ন সাধারণ সম্পাদক ছাবিকুন্নাহার মুক্তা, আবু জুবায়ের নোমান, পাপেল আহমেদ। সাংগঠনিক সম্পাদক শেখ রায়হান সমির, কামরুল হাসান সুজন, নোমান মোল্লা। দপ্তর সম্পাদক নাজমুল হাসান। উপ দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন রাজাবী। প্রচার সম্পাদক খাদিজা আক্তার রাফিন। উপ প্রচার সম্পাদক হেলালুজ্জামান হেলাল। অর্থ বিষয়ক সম্পাদক নূর জালাল। উপ অর্থ বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম রাফি। ভ্রমণ পরিকল্পনা বিষয়ক সম্পাদক রেজওয়ান আরিফ। উপ ভ্রমণ পরিকল্পনা বিষয়ক সম্পাদক রেজবা মাহমুদ অন্ত।  আলোকচিত্র বিষয়ক সম্পাদক নয়ন ওয়াদুদ। উপ আলোকচিত্র বিষয়ক সম্পাদক এনামুল হক নাইম। সাংস্কৃতিক সম্পাদক থুইসানুং মারমা( মং) উপ সাংস্কৃতিক সম্পাদক জেসমিন আক্তার, প্রশিক্ষক ও সেমিনার সম্পাদক অনিকা আনজুম দৃষ্টি।  উপ প্রশিক্ষক ও সেমিনার সম্পাদক ফাতিন ইশরাক অর্ণব। আন্তর্জাতিক পর্যটন বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেইন, দেশীয় পর্যটন বিষয়ক সম্পাদক সরোয়ার হোসাইন। দূর্যোগ ও ত্রাণ সম্পাদক তাওহীদ হাসান। উপ দূর্যোগ ও ত্রাণ সম্পাদক ফাহিম।  কার্য নিবাহী সদস্য শাহরিয়ার আলম মাহিন, হাসান আলী ও মুন্সি রাহাদ ।


 
তিতুমীর ট্রাভেল ক্লাবের সহকারী মডারেটর আহমেদ আলী মোল্লা বলেন, তিতুমীর ট্রাভেল ক্লাবের মূল উদ্দেশ্য তিতুমীরের ছেলে মেয়েদের মধ্যে আন্ত:বিভাগীয় মৈত্রীর বন্ধন সৃষ্টি করা।পাশাপাশি তাদেরকে আনন্দের সাথে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে সাহায্য করা। 

এছাড়া সংগঠনটির মডারেটর হিসেবে আরও রয়েছেন কলেজের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রতন সিদ্দিকী।

তিতুমীর ট্রাভেল ক্লাবের সাধারণ সম্পাদক জাইফ সিদ্দিক আকন্দ বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো ভ্রমণকে শৈল্পিক পর্যায়ে নিয়ে যাওয়া। পাশাপাশি ভ্রমণের মাধ্যমে কিছু দৃষ্টান্ত স্থাপন করা। সুশৃঙ্খল ভ্রমণের মাধ্যমে সারাদেশে আমরা কিছু বার্তা পৌঁছে দিবো এবং ভ্রমণের মাধ্যমে আমরা সচেতনতা তৈরি করবো।

সোনালীনিউজ/এস/আইএ

Wordbridge School
Link copied!