• ঢাকা
  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

শিক্ষা প্রকৌশলের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করল তিতুমীরের শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০২৫, ০৯:৫২ পিএম
শিক্ষা প্রকৌশলের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করল তিতুমীরের শিক্ষার্থীরা

ঢাকা:  রাজধানীর সরকারি তিতুমীর কলেজের নির্মাণাধীন শহীদ মামুন হল দ্রুত খুলে দেওয়ার দাবিতে চলমান অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা, এতে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদক, কলেজের নিরাপত্তা, শৃঙ্খলা ও হোস্টেল পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ সকল হোস্টেল সুপার এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও নির্মাণ সংশ্লিষ্ট ঠিকাদারগণ। 

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের দাবি ও উদ্বেগ শোনেন এবং দ্রুত হলটি চালুর ব্যাপারে আশ্বাস দেন। শিক্ষার্থীরা আপাতত তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেন।

সভায় শিক্ষার্থীদের দাবির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২৫ মে,২০২৫ তারিখে শহীদ মামুন ছাত্রাবাসের ছাত্রদের মেধা তালিকা প্রকাশ করা হবে।নির্বাচিত‌ শিক্ষার্থীদেরকে ৪ জুনের মধ্যে নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে ৮০০০ টাকা হোস্টেল ফি প্রদান করতে হবে। 

নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এবং ৩০ মে, ২০২৫ তারিখের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করে তিতুমীর কলেজ কর্তৃপক্ষের নিকট "শহীদ মামুন ছাত্রাবাস" হস্তান্তর করার প্রতিশ্রুতি দেন। 

সভায় আরো সিদ্ধান্ত হয় আগামী ১ জুন, ২০২৫ তারিখে শহীদ মামুন ছাত্রাবাস শুভ উদ্বোধন করা হবে ও ১ জুলাই,২০২৫ তারিখে আবসিক ব্যবস্থা চালু করা হবে।

এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে দুর্বৃত্তদের হামলায় মেরামতের যোগ্য হওয়া আক্কাসুর রহমান আখি ছাত্রাবাস শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ওয়ার্ক অর্ডার হওয়ার ৯০(নব্বই) দিনের মধ্যে ছাত্রদের আবাসিক ব্যবস্থা চালু হওয়ার সিদ্ধান্ত হয়।

তবে শিক্ষার্থীদের বিশ্বাস নির্ধারিত সময়ের মধ্যে হলের কাজ সম্পূর্ণ হবে। তারা জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা আবারও কর্মসূচি ঘোষণা করবেন।

এআর
 

Wordbridge School
Link copied!