• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীর ৩ স্থানে হঠাৎ ককটেল বিস্ফোরণ, আহত নারী


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:৫৫ পিএম
রাজধানীর ৩ স্থানে হঠাৎ ককটেল বিস্ফোরণ, আহত নারী

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় পৃথক তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সোয়া চারটা থেকে কয়েক মিনিটের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। 

ডিএমপির ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বিকেল সোয়া চারটা থেকে কয়েক মিনিটের মধ্যে শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানায়, এর মধ্যে মৌচাক এলাকায় বিকেল সোয়া চারটার দিকে ফ্লাইওভার থেকে দুর্বৃত্তদের ছুড়ে মারা একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে এক নারী পথচারী আহত হন। আহত নারীকে ট্রাফিক পুলিশের সদস্যরা দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের নাশকতামূলক ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!