• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা নিশ্চিতে সরকারের নির্দেশনা


নিজস্ব প্রতিবেদক:  জুন ২৪, ২০২৫, ০২:৫৮ পিএম
শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা নিশ্চিতে সরকারের নির্দেশনা

ঢাকা : উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা একযোগে বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হচ্ছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সভাপতিত্বে সম্প্রতি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কেন্দ্র সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য মোবাইল ফোনসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ১৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

বৈঠকে প্রশ্নফাঁস ও গুজব রোধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়। পরীক্ষাকালে নকল সরবরাহ বা পরীক্ষার পরিবেশ ব্যাহত করার মতো যেকোনো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে।

পিএস

Wordbridge School
Link copied!