• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভর্তি প্রক্রিয়ায় হয়রানি বন্ধে ৭ দফা দাবি শিক্ষার্থী-অভিভাবক পরিষদের


কবি নজরুল কলেজ প্রতিনিধি নভেম্বর ৬, ২০২৫, ০৮:২৪ পিএম
ভর্তি প্রক্রিয়ায় হয়রানি বন্ধে ৭ দফা দাবি শিক্ষার্থী-অভিভাবক পরিষদের

ছবি: প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানি বন্ধে সাত দফা দাবিতে আন্দোলনে নেমেছে বাংলাদেশ শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয় পরিষদ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা একটায় কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকে মানববন্ধন করে সংগঠনটি। সেখানে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের সাত দফা দাবি তুলে ধরেন।

ব্যানারে প্রদর্শিত অভিভাবকদের সাত দফা ছিল-
১. কেন্দ্রীয়ভাবে ভর্তির কার্যক্রম সম্পাদন করতে হবে।
২. ভর্তির নামে শিক্ষার্থী ও অভিভাবক হয়রানি বন্ধ করতে হবে।
৩. একই ধরনের বিশ্ববিদ্যালয়ের জন্য সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে পছন্দক্রম অনুসারে জাতীয় মেধা তালিকা প্রণয়ন করে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করতে হবে।
৪. সব বিশ্ববিদ্যালয় গুচ্ছের মাধ্যমে সাধারণ, প্রকৌশল, কৃষি, চিকিৎসা এবং বিভাগ পরিবর্তন এই টায়ার সিলেক্ট করবে। জিপিএ ও ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে র‌্যাংকিং দিতে হবে।
৫. একজন শিক্ষার্থী তিন ঘণ্টার একটিমাত্র ভর্তি পরীক্ষা দেবে। পরীক্ষার ফি হবে ৫০০ থেকে ১২০০ টাকার মধ্যে।
৬. ভর্তি পরীক্ষা হবে ২০০ নম্বরের-১০০ নম্বর বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও নৈতিকতা (সবার জন্য) এবং ১০০ নম্বর বিষয়ভিত্তিক। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত; মানবিক ও কলা বিভাগের জন্য তিনটি বিষয়; ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও মার্কেটিং।
৭. বিশ্ববিদ্যালয় ভর্তির নামে শিক্ষার্থীর কাছ থেকে দুই বারের বেশি ফি বা দুই স্তরের বেশি পরীক্ষা নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় ও ইউনিট বা ফ্যাকাল্টির জন্য আলাদা ফি দাবি করা যাবে না। চারুকলা, আইবিএ ও বুয়েট ছাড়া অন্য কোথাও আলাদা ফি নেওয়া যাবে না। ভর্তি কার্যক্রম শেষে স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন সম্পন্ন হবে এবং প্রাপ্য অর্থ প্রতিষ্ঠান তহবিলে স্থানান্তর করা হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!