• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জয়নাল হাজারীর ফ্লাইটে করেই সিঙ্গাপুর যান পরীমনি


বিনোদন প্রতিবেদক জুলাই ৩, ২০২১, ০১:১৫ এএম
জয়নাল হাজারীর ফ্লাইটে করেই সিঙ্গাপুর যান পরীমনি

ঢাকা : আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীর ফ্লাইটে করেই সিঙ্গাপুর গিয়েছিলেন হালে আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি।

ফেসবুক লাইভে জয়নাল হাজারী বলেন, ‘সম্রাটের এক সঙ্গী আরমান তাকে নিয়ে সিঙ্গাপুর যান, আমরা একই ফ্লাইটে গেলাম এবং আসার সময়ও একই ফ্লাইটে এলাম। এই আরমানের কোনো ছবি মুক্তি পেয়েছে বলে আমি জানি না। ফেনীতেও তাকে নিয়ে গিয়েছিল। একটা কথাতেই সব শেষ হয় যে— এই মেয়ে বোট ক্লাবে গিয়েই অপরাধ করেছে।’

পরীমণির উদ্দেশ্য তিনি  বলেন, ‘মেয়েটা যদি না যেত এ ঘটনা হতো না। তাকে যদি ধর্ষণ করা হয় বা নির্যাতন করা হয়— তাতো তার দোষেই হয়েছে। সেতো জানে ওই ক্লাবে কি হয়। মদ খাওয়া হয়, জুয়া খেলা হয়। আমি যদি জেনে শুনে বাঘের মুখে পড়ি, বাঘতো আমাকে খাবেই। সাপের গায়ের ওপর পা দিলেতো কামড়াবেই। এটাতো জানা কথাই, তাহলে সে কেন গেল। মূলত এটার জন্য আমি তাকে অপরাধী করি।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য জয়নাল হাজারী বলেন, ‌‘পরীমণি বোট ক্লাবের ঘটনার পর থানায় গিয়েছিলেন মামলা করতে। তবে পরীমণি অসংলগ্ন মাতাল ছিলেন বলে সেই মামলা নেননি থানার ওসি সাহেব। আমার প্রশ্ন হচ্ছে, সে যদি মাতাল হয়—তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে ওয়াশ করার নিয়ম। কিন্তু তখন তা কেন করা হলো না।’

ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদের এক বক্তব্যে সাহস পেয়েছেন জানিয়ে হাজারী আরও বলেন, ‌‘হারুন সাহেব বলেছেন— মেয়েটা যদি ওখানে না যেত এই অবাঞ্ছিত ঘটনা ঘটতো না। হ্যাঁ, এটাই ঠিক। এখন আমি বলতে পারি এই করোনাকালে একটি যুবতি মেয়ে পরীমণি রাত তিনটা পর্যন্ত সেই বোট ক্লাবে ছিলো, সে সেখানে ভাঙচুর চালিয়েছে বলে ক্লাবটি মামলা করেছে। আমি বলি তাকে তখনই কেন আটক করা হলো না যখন সে মাতাল অবস্থায় থানায় গেছে।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!