• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভালোবাসা দিবসে জেল থেকে জ্যাকুলিনকে আবেগঘন চিঠি সুকেশের


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ১২:২২ পিএম
ভালোবাসা দিবসে জেল থেকে জ্যাকুলিনকে আবেগঘন চিঠি সুকেশের

ঢাকা: ভালোবাসা দিবসে ফের বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে জেল থেকে একটি চিঠি লিখেছেন তার আলোচিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। চিঠিতে, সুকেশ জ্যাকলিনকে ‘বেবি’ বলে সম্বোধন করেছেন। এবং তার প্রতি ভালোবাসার কথাও জানিয়েছেন।

চিঠিতে সুকেশ লিখেছেন- ‘প্রথমেই, তোমাকে ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা। এই বছরটি আমাদের জন্য অনেক পজিটিভিটি নিয়ে এসেছে এবং এই ভালোবাসা দিবসও আমাদের জন্য খুবই বিশেষ। কারণ, এটি আমাদের জীবনের বাকি ভালোবাসার দিনগুলোকে একসঙ্গে কাটানোর একটি পদক্ষেপ বলা চলে।’

সুকেশ লেখেন, ‘প্রিয়তমা, কিছু বলার আগে আমি একটু সময় নিয়ে বলতে চাই। জ্যাকি, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তুমি পৃথিবীর সেরা ভ্যালেন্টাইন। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি।’ 

এখানেই থামেননি সুকেশ। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে জ্যাকলিনকে একটি প্রাইভেট জেট উপহার দিচ্ছেন বলেও জানিয়েছেন। তার কথায়, অভিনেত্রীর নামের প্রথম অক্ষরগুলো জেটের গায়ে লেখা আছে। এমনকি, জেটের নম্বরটিও জ্যাকলিনের জন্ম তারিখ।

সব সময় কাজের জন্য শুটিংয়ের জন্য সারা বিশ্বে ঘুরতে হয় জ্যাকলিনকে। তাই এবার জেটে চড়ে যাতে পছন্দের জায়গায় যেতে পারেন, তাই এই উপহার সুকেশের। ভালোবাসা দিবসে সুকেশ তার জন্ম-জন্মান্তরের সঙ্গী হিসেবে জ্যাকলিনকে পেতে চেয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ যদি কেউ থাকেন, তবে তার চোখে জ্যাকলিন। কোনো কিছুর বিনিময়ে তাকে হারাতে চান না সুকেশ। 

প্রসঙ্গত, প্রায় ২০০ কোটি টাকার জালিয়াতির মামলায় দীর্ঘদিন জেল হেফাজতে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। তবে তার সঙ্গে প্রেম অস্বীকার করলেও, প্রায়ই বিশেষ কোনো অনুষ্ঠানে, জেল থেকে জ্যাকলিনের জন্য প্রেমপত্র পাঠান সুকেশ।

ইউআর
 

Wordbridge School
Link copied!