• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন অভিনেত্রী 


বিনোদন ডেস্ক এপ্রিল ২৮, ২০২৫, ১২:০৯ পিএম
পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন অভিনেত্রী 

ঢাকা: বলিউডের ব্যস্ত ও জনপ্রিয় পরিচালকদের তালিকায় আছেন সাজিদ খান। তবে তার বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। ২০১৮ সালে বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে একাধিক যৌন হেনস্তার অভিযোগ উঠে আসে। ‘মি টু’ আন্দোলনের সময় সাজিদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অভিনেত্রী রেচেল হোয়াইট, শার্লিন চোপড়া, সহকারী পরিচালক সালোনি চোপড়া এবং সাংবাদিক কারিশমা উপাধ্যায়। এবার সেই তালিকায় যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নবীনা বোলে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নবীনা তার সাজিদ খানের সঙ্গে ঘটে যাওয়া অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। নবীনার অভিযোগ, একটি প্রজেক্ট নিয়ে আলোচনার জন্য সাজিদ খান তাকে অফিসে ডাকেন। আর সেখানে পৌঁছালেও যা ঘটেছিল, তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য।

নবীনার ভাষায়, এক ভয়ঙ্কর মানুষ আছেন, যার নাম সাজিদ খান। তাকে আমি আর কখনও আমার জীবনে দেখতে চাই না। তিনি একদিন আমাকে ডেকে পাঠিয়েছিলেন একটি প্রজেক্টের কথা বলে। খুবই আনন্দিত হয়েছিলাম। কিন্তু তার অফিসে পৌঁছে তিনি হঠাৎ বললেন, ‘জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে আমার সামনে বসো। আমি দেখতে চাই তুমি নিজের প্রতি কতটা আত্মবিশ্বাসী।’ এটা ২০০৪ বা ২০০৬ সালের ঘটনা।

তিনি আরও জানান, আমি শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না কী উত্তর দেব। এরপর সাজিদ বলেন, ‘কেন? তুমি কি স্টেজে বিকিনি পরো না? তাহলে সমস্যা কী?’ এরপর তিনি আমার বক্ষ ও নিতম্ব নিয়েও আপত্তিকর মন্তব্য করেন।

নবীনা বলেন, আমি তাকে বলেছিলাম, যদি আপনাকে বিকিনিতে দেখতে হয়, তবে সেটা আমি বাড়ি থেকে এনে পরব। এখনই কাপড় খুলে ফেলতে পারব না। আমি অত্যন্ত অস্বস্তি বোধ করছি। এরপর কোনওরকমে নিজেকে সামলে সেখান থেকে বেরিয়ে আসি। কিন্তু সেদিন সাজিদ অন্তত ৫০ বার ফোন করে জানতে চেয়েছিল, আমি কোথায়, কেন ফিরে যাচ্ছি না।

উল্লেখ্য, নবীনা বোলে ‘মিলে জব হাম তুম’, ‘জিনি ঔর জুজু’, ‘সপনা বাবুল কা...বিদাই’ এবং ‘ইশকবাজ’-এর মতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

ইউআর

Wordbridge School
Link copied!