• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাঁচ কোটির মাইলফলক ছাড়ালো ‘উৎসব’


বিনোদন প্রতিবেদক জুলাই ৭, ২০২৫, ১২:২৭ পিএম
পাঁচ কোটির মাইলফলক ছাড়ালো ‘উৎসব’

ঢাকা: গেল ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ‘তাণ্ডব’ এবং ‘ইনসাফ’ নিয়ে দর্শক উন্মাদনা বেশি হবে বলে ধারণা করেছিলেন সংশ্লিষ্টরা। তবে এক্ষেত্রে বড় চমক দেখিয়েছে পারিবারিক ঘরানার তারকাবহুল সিনেমা ‘উৎসব’। পরিবার ছাড়া দেখা নিষেধ, এমন ট্যাগলাইন নিয়ে মুক্তি পাওয়া সিনেমাটি সব বয়সিদের মধ্যেই গ্রহণযোগ্যতা পেয়েছে।

দিন যত যাচ্ছে, ততই বাড়ছে ‘উৎসব’ সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ। মুক্তির ২৯ দিনের মাথায় দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ‘উৎসব’র টিকিট বিক্রি ছাড়িয়ে গেছে ৫ কোটি টাকা।

‘উৎসব’ ঘিরে এমন অভাবনীয় সাড়ায় অভিভূত নির্মাতা তানিম নূর। কণ্ঠে তৃপ্তি নিয়ে এই নির্মাতা গণমাধ্যমকে বলেন, ‘দর্শকের যে ভালোবাসা পাচ্ছি সেটা অভূতপূর্ব। উৎসব যেন আলাদা উৎসবই তৈরি করে দিয়েছে। প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, যারাই ছবিটি দেখেছেন তারাই ছবিটি নিয়ে কথা বলছেন, মানুষকে জানাচ্ছেন। এটা সত্যি দারুণ।’

এরপর তিনি বললেন, আমরা শুরু থেকেই সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে আসছি, পরিবার ছাড়া দেখা নিষেধ। যারাই আসছেন তারা পরিবার নিয়েই ছবিটি দেখতে আসছেন এবং উপভোগ করছেন।

‘উৎসব’ সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

ইউআর

Wordbridge School
Link copied!