• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গৌরীর সঙ্গে লিভ ইন সম্পর্কে আমির খান, জানালেন নিজেই


বিনোদন ডেস্ক জুলাই ৮, ২০২৫, ০৫:৪১ পিএম
গৌরীর সঙ্গে লিভ ইন সম্পর্কে  আমির খান, জানালেন নিজেই

ঢাকা: তিনটি শব্দ—‘আমরা তো সঙ্গী’। আর সেখানেই যেন লুকিয়ে আমির খানের নতুন জীবনের ঠিকানা। নিজের ৬১তম জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন কীভাবে তাঁদের দেখা, প্রেমে পড়া এবং পরিবার পর্যন্ত পৌঁছানো।
 
এবার জানালেন—এই সম্পর্ক কাগজে-কলমে না হলেও, মনে-প্রাণে তিনি ইতোমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত।

দুইবারের বিবাহবিচ্ছেদের পর গৌরীর মাঝেই নাকি জীবনের শান্তি খুঁজে পেয়েছেন আমির। তাঁর ভাষায়, ‘গৌরী ও আমি এই সম্পর্ককে খুব গুরুত্ব দিচ্ছি। আমরা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

মন থেকে আমি ওর সঙ্গেই বিবাহিত।’তবে এখনও আইনি বা আনুষ্ঠানিক বিয়ে হয়নি বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। ভবিষ্যতে সেটা হবে কি না, সে সিদ্ধান্ত তাঁরা নেবেন একসঙ্গেই পথ চলতে চলতে। গৌরী বেঙ্গালুরুবাসী, বয়স ৪৬, এক ছেলের মা।

অন্যদিকে আমির খান ৬১ বছর বয়সী, থাকছেন মুম্বাইয়ের এক বাড়িতে, গৌরীর সঙ্গেই। ২০২১ সালে কিরণ রাও-এর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আমির খান ছিলেন একা। সেই সময় তাঁর নাম অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে জড়ালেও, সম্পর্ক টেকেনি।

তবে গৌরীর বিষয়ে আমির স্পষ্ট, ‘আমি এমন কাউকে খুঁজছিলাম যার পাশে শান্তি পাব, আর ঠিক তখনই আমার জীবনে আসে গৌরী।’ আর গৌরী জানালেন, ‘আমি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলাম, যিনি দয়ালু ও ভদ্র।

ইউআর

Wordbridge School
Link copied!