• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কক্সবাজারে আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম


বিনোদন প্রতিবেদক আগস্ট ৭, ২০২৫, ০৩:৫০ পিএম
কক্সবাজারে আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম

ঢাকা: সম্পর্কের টানাপড়েন, ঝগড়া, বিচ্ছেদের পথে হাঁটা। আবার বিবাদ ভুলে কাছে আসা। গত কয়েক মাস ধরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে এই গল্পই দেখছে সবাই। এবার আবার আলোচনায় উঠে এলো এই জুটি। হিরো আলমের নতুন অভিযোগ, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। আজ সকাল থেকেই ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম।

দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির। আলমের বাবার মৃত্যুর পর থেকেই এই বিবাদ সামনে আসে।

এরপর একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ তোলেন আলম। রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেছেন হিরো আলম। সেই মামলায় গ্রেপ্তারও করা হয় রিয়া মনিকে। তবে এর পরদিন জামিন পান রিয়া মনি। স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপড়েনে অনেক দিন ধরেই হতাশায় মগ্ন হিরো আলম। তাই তিনি হতাশায় আত্মহত্যার চেষ্টাও করেন। তখন সবাইকে চমকে দিয়ে রিয়া মনি হিরো আলমের পাশে দাঁড়ায়। তার যত্ন নেয়, সুস্থ করে তোলে। যখন সব কিছু ঠিক হওয়ার পথে তখনই আবার ছন্দপতন এই আলোচিত জুটির।

বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে হোটেলে রাত কাটাচ্ছে। সেই সঙ্গে রিয়া মনি ও ম্যাক্স অভির দুটি ছবিও শেয়ার করেন হিরো। যা ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। 

হিরো আলম ফেসবুকে লেখেন, ‘রিয়া মনি ম্যাক্স অভি ছবি আবারও কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।’ এই পোস্টের পর আবারও হিরো আলম একাধিক পোস্ট করেন দুজনকে নিয়ে। যেখানে একটি পোস্টে তিনি অভিযোগ করেন, ‘রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজারে আজকে ধরা পড়েছে  হোটেলে অভির সঙ্গে।’ সঙ্গে হোটেলরুমের একটি ভিডিও শেয়ার করেন হিরো আলম। 

এরপর একাধিক নিউজ নিজের প্রোফাইলে শেয়ার করতে দেখা যায় তাকে। যেগুলোতে কক্সবাজারের হোটেলরুমে একসঙ্গে দেখা যায় হিরো আলমের স্ত্রী রিয়া মনি ও ম্যাক্স অভিকে। যা ঘিরে নতুন করে শুরু হয়েছে তোলপাড়।

ইউআর
 

Wordbridge School
Link copied!