• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইভান সাইরের ‘পটু’ মুক্তি পাচ্ছে ১০ মে


বিনোদন প্রতিনিধি মে ৪, ২০২৪, ০৬:২৬ পিএম
ইভান সাইরের ‘পটু’ মুক্তি পাচ্ছে ১০ মে

ঈদে মুক্তি পাওয়ার কথা ছিলো ১৪টি সিনেমা। তার মধ্যে তরুণ অভিনেতা ইভান সাইরের সিনেমা ‘পটু’ ছিল একটি। সে অনুযায়ী প্রচারণা এবং পোস্টার গান রিলিজও পেয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যায় জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটি। কারণ হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায়, এক ঈদে এতোগুলো ছবি মুক্তি দেওয়াটা ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। তাই ইন্ডাস্ট্রির স্বার্থে তারা সিনেমাটি পিছিয়ে দিয়েছে। এবার জানা গেল, আসছে ১০ মে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

ছবিটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন। আর প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ইভান সাইর। 

গেল বছরের সেপ্টেম্বরে শেষ হয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন সিনেমা ‘পটু’র শুটিং। যদিও নতুন এই ছবিটির ঘোষণা দিয়েছিলেন বেশ আগেই। জাজ সূত্রে জানা গিয়েছিল, ছবিটির পরিচালক ও প্রধান অভিনয়শিল্পীদের বেশির ভাগই নতুন।

ছবিটির নিয়ে অভিনেতা ইভান সাইর বলেন, ‘চরখানপুর খুব দুর্গম এলাকা। সেখানে আমরা টানা ২২ দিন শুটিং করেছি। রাতে থেকেছি তাঁবু টাঙিয়ে। কষ্ট করে পুরো কাজটা করেছি। চার দিন শুটিং হয়েছে রাজশাহী শহরে। অল্প কিছু অংশের শুটিং হয়েছে নওগাঁয়। সব মিলিয়ে আমাদের প্রায় ৭০ জনের একটা টিম কাজ করেছি ছবিটির সঙ্গে।’

চরে শুটিংয়ের কারণ প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘গল্পটাই এমন। এখানে দুজন তরুণ-তরুণীরে গল্প এমনভাবে বলা হয়েছে, যেখানে চর, চরের জীবন, চরের মানুষ-সবই চলে আসবে। পাশাপাশি গল্পটাও মানুষ উপভোগ করবে বলে আমার বিশ্বাস।’

আজ বিকেলে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুকে পেজে ঘোষণাটি দেওয়া হয়। পরে সেটি পরিচালক ও অভিনয়শিল্পীরা শেয়ার করেন।

Wordbridge School
Link copied!