• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

বৃষ্টি নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০২৪, ১১:১৪ এএম
বৃষ্টি নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর

ঢাকা: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে প্রায় সারা দেশেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও সারা দিনই থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুসারে, দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এদিন সকাল ৯টা পর্যন্ত নোয়াখালীর মাইজদীকোর্টে সর্বোচ্চ ২৭৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে ঢাকায় বৃষ্টি হয়েছে ৫৫ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, মোংলা, চুয়াডাঙ্গা, কয়রা, বরিশাল, পটুয়াখালী ও ভোলায় অতি ভারী বৃষ্টি হয়েছে।

এআর

Wordbridge School
Link copied!