রাজধানী ঢাকায় শীতের অনুভূতি আরও বেড়েছে। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের স্বল্পমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের প্রথম ভাগে ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্কই থাকবে।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে মৃদু বাতাস বইতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েক দিনের তুলনায় একটু কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।
গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রিতে।
আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ৩০ মিনিটে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আলাদা পূর্বাভাসে জানানো হয়েছে—আজ সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো ধরনের সতর্কবার্তা বা সংকেত প্রদর্শনের প্রয়োজন নেই।







































