• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বেতন মাত্র পনেরো হাজার, চাকরি করি দেশের রাজার’


নিউজ ডেস্ক আগস্ট ১১, ২০২২, ০২:৩০ পিএম
‘বেতন মাত্র পনেরো হাজার, চাকরি করি দেশের রাজার’

ঢাকা: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের মতো সরকারি কর্মচারীরাও পড়েছেন বেকায়দায়। দীর্ঘদিন ধরেই তারা সোচ্চার রয়েছেন নতুন পে-স্কেলের দাবিতে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতে দেশের বর্তমান অবস্থায় খুব শিগগিরই নতুন পে-স্কেলের সম্ভাবনা যে নেই, সেটা বোঝার বাকি নেই নিম্ন গ্রেডের কর্মচারীদের। তার পরেও থেমে নেই তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের দৈন্যদশার কথা তুলে ধরছেন নিত্যদিন। 

এরই জেরে শফিকুল ইসলাম বিপ্লব নামে এক সরকারি কর্মচারী একটি কবিতা লিখেছেন সামাজিক মাধ্যমে। ‘বেতন বাড়ান’ শিরোনামে তার কবিতাটি ইতোমধ্যে সরকারি চাকরিজীবীদের ফেসবুক গ্রুপে সারা ফেলেছে।

পাঠকদের জন্য কবিতাটি তুলে ধরা হলো-    

বেতন বাড়ান
শফিকুল ইসলাম বিপ্লব-(সরকারি কর্মচারী) 
==========
বেতন মাত্র পনেরো হাজার
চাকরি করি দেশের রাজার
দামে অস্থির পণ্য বাজার
চেষ্টা করি ভদ্র সাজার
তবে, কাজটা নয় অত সোজার।
কেমনে করি বাজার সদায়
একটু বলি শোনো
সত্য কথা বলতে আমার
লাজ-লজ্জা নাই কোনো।
পাঁচ হাজার দেই বাড়ি ভাড়া
গাড়ি ভাড়া দুই
গ্যাসের জন্য পনেরো শত
বউয়ের কাছে থুই।
দুই হাজারে কাঁচা বাজার
ওষুধ কিনি বিশে
মুদির দোকানে মাথা খারাপ
পাইনা খুঁজে দিশে। 
মোটা চাল, পাতলা ডাল
সব মিলিয়ে টাল-মাতাল
সেটাই বা কিনবো কিসে 
মাত্র টাকা আর পঁচিশে।   (২৫০০)
থাকলো বাকি পিঁয়াজ রসুন
বাজেট মশাই হিসেব কষুন।
তেল-মসলা সবই বাকি
বউকে দেই নিত্য ফাঁকি
চাইছিলো সে ক্রীম কিনে
মাথা শুকনো তেল বিনে
মাছ মাংসের নাম নেওয়াই ভুল
চোখে দেখছি সরষে ফুল।
এসব গেলো দুঃখ গাথা
এবার বলি আসল কথা।
ব্যয় বেড়েছে জীবন মানের
দাম বাড়েনি রক্ত ঘামের
আমরা তো ভাই কর্মী শুধু
দুইয়ে দিবো, ওরা খাবে দুদু
এভাবে কি জীবন চলে
বুক ভিজে যায় লোনা জলে।
অংক করুন হিসেব মশাই
হবেন না আর বিবেক কশাই
নিত্য পণ্যের দাম কমান
নইলে মোদের বেতন বাড়ান।
এই বেতনে পারছি না আর
তবে জীবন কি দরকার
বেতন বাড়ান, তা না হলে
মরবো গায়ে আগুন জ্বেলে।।

ফেসবুক থেকে নেয়া।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!