ফাইল ছবি
ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের সুপারিশ নিয়ে আলোচনায় বসেছেন পে কমিশনের স্থায়ী ও অস্থায়ী সব সদস্য। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ে এ সভা শুরু হয়ে।
এই বৈঠকে পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পে কমিশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগেও বেশ কয়েক ধাপে সভা করেছে কমিশন। আজও সচিবালয়ে পে কমিশনের সভা হচ্ছে। তবে চূড়ান্ত সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে কি না, নিশ্চিত নয়। অনেক বিষয়ে জটিলতা থাকায় আরো একাধিক সভার প্রয়োজন হতে পারে।
জানা যায়, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা, সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)। তবে এখনো সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা যায়নি।
কমিশন সূত্র জানায়, বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছে পে কমিশন। এ জন্য প্রতিটি সংস্থা, দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হতে আরো সময় লাগবে।
পিএস







































