• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামায়াত প্রার্থীর পক্ষে নীলফামারী-২ আসনে মনোনয়নপত্র উত্তোলন


নীলফামারী প্রতিনিধি ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:১৮ পিএম
জামায়াত প্রার্থীর পক্ষে নীলফামারী-২ আসনে মনোনয়নপত্র উত্তোলন

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী–২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ এই আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত।

বুধবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারিশা আমাতুল্লাহর কার্যালয় থেকে জামায়াত নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমির আবু হানিফা শাহ, নায়েবে আমির ক্বারি আব্দুল আজিজ, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসাইন সাঙ্গদীসহ অন্যান্য নেতাকর্মীরা।

জামায়াত নেতারা জানান, দলীয় প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। আগামীর দিনগুলোতে নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!