• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাদির হামলাকারীকে পালাতে সাহায্য করা কে এই ফিলিপ স্নাল?


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:২৭ পিএম
হাদির হামলাকারীকে পালাতে সাহায্য করা কে এই ফিলিপ স্নাল?

ছবি : সংগৃহীত

ঢাকা: অভিযোগ উঠেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারী ফয়সাল ও আলমগীরকে পালাতে সহায়তা করেছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ফিলিপ স্নাল। স্নালকে গ্রেপ্তার করতে তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

তবে হাদিকে গুলি করা ব্যক্তিরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছেন নাকি এখনও দেশে রয়েছেন- তা নিশ্চিত হওয়া যাবে ফিলিপ স্নালকে গ্রেপ্তার করতে পারলেই। 

ফিলিপ হালুয়াঘাটের ভুটিয়াপাড়ায় বাবার বাড়িতে থাকতেন। তার শ্বশুরবাড়ি নালিতাবাড়ী উপজেলার বারমারি এলাকায়।

ঘটনার পাঁচ দিন পার হলেও বুধবার (১৭ ডিসেম্বর) পর্যন্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারী ফয়সাল ও আলমগীরের কোনো হদিস পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, ঘটনার দিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাতেই তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে।

ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের সীমান্তবর্তী ভুটিয়াপাড়া এলাকা থেকে ফিলিপের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক দুজন হলেন- ভুটিয়াপাড়া এলাকার ক্লেমেন রিছিলের ছেলে সঞ্জয় চিসিম (২৫) এবং বিড়ইডাকুনী এলাকার চার্লস রিছিলের ছেলে সিবিরণ দিও (৩৫)।

একটি সূত্রে জানা যায়, হামলার পর মিরপুর থেকে একটি প্রাইভেটকারে গাজীপুর হয়ে ময়মনসিংহে আসেন তারা। পরে সেই গাড়ি থেকে নেমে অন্য একটি প্রাইভেটকারে করে হালুয়াঘাট উপজেলার ধারা বাজারসংলগ্ন মুন ফিলিং স্টেশন পাম্পের পাশে পৌঁছান। সেখান থেকে গত শুক্রবার রাতে ফিলিপ স্নাল নামের এক ব্যক্তির মোটরসাইকেলে করে ভুটিয়াপাড়া সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয় দুজনকে।

তবে ফিলিং স্টেশনের পাশের এলাকা নির্জন হওয়ায় সিসিটিভি ফুটেজে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন দুই ব্যক্তিকে সেখানে নামিয়ে দিয়ে মোটরসাইকেলটি অন্যত্র সরিয়ে নেয়া হয়।

পরদিন শনিবার থেকেই ফিলিপ স্নালকে ধরতে বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। তবে এখনও তিনি পলাতক। আলমগীর ও ফয়সাল ভারতে গিয়েছে নাকি দেশের ভেতরেই আত্মগোপনে রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

পিএস

Wordbridge School
Link copied!