• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘কোভিড হিরো’ অ্যাওয়ার্ড পেল ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৫, ২০২৩, ০৯:০৬ পিএম
‘কোভিড হিরো’ অ্যাওয়ার্ড পেল ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা: কোভিড মহামারির দুঃসময়ে বাংলাদেশে কোভিড রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ‘কোভিড হিরো অ্যাওয়ার্ড’ পেল ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে স্বাস্থ্য মন্ত্রী জহিদ মালেকের হাত থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই পরিচালক প্রীতি চক্রবর্তী এবং ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী। 

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এ অনুষ্ঠানের আয়োজন করে। 

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের কোভিড কনসালটেন্ট ডাঃ মো. আব্দুল হান্নান ও ডাঃ মেহেদী হাসান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী সরকারের পাশাপাশি কাজ করার জন্য কোভিড যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান। 

তিনি বলেন, গত ১০০ বছরের ইতিহাসে এমন দুঃসময় আসেনি, যা সরকারি-বেসরকারি হাসপাতাল মিলে মোকাবিলা করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, জাতীয় অধ্যাপক ডাঃ শাহলা খাতুন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নবনির্বাচিত সভাপতি ডাঃ জামাল উদ্দিন চৌধুরী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আগত প্রায় সহস্রাধিক চিকিৎসকসহ গণমান্য ব্যক্তিবর্গ, হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/আইএ  

Wordbridge School
Link copied!