ঢাকা : ঢাকায় জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চিকিৎসকদের একটি টিম বাংলাদেশে এসেছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুই সদস্যের এই মেডিক্যাল টিম ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি রোগীদের পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় আলোচনা করেন।
নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, যুক্তরাজ্য থেকে আসা দুজনের চিকিৎসক টিম হাসপাতালে আহত ৬৫ জন রোগীকে দেখেছেন। তারা আমাদের চিকিৎসা প্রটোকলের সঙ্গে একমত পোষণ করেছেন।
তিনি আরও জানান, এদের মধ্যে ১৪-১৫ জন রোগীর ব্যাপারে আগামীকাল বুধবার তারা বিস্তারিত প্রতিবেদন দেবেন এবং পরবর্তীকালে প্রতিবেদনের ওপর ভিত্তি করে যুক্তরাজ্যের চিকিৎসকরা প্রয়োজনীয় সার্জারি সম্পন্ন করবেন। রোগীদের সুচিকিৎসার্থে যুক্তরাজ্যের এ চিকিৎসক টিমটি ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে বলেও জানান তিনি।
এমটিআই