• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১১, ২০১৯, ০৫:১৯ পিএম
শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

ঢাকা : বিশ্ব মানবতা ও শান্তি প্রক্রিয়ায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালের শান্তিতে নোবেল পুরস্কর বিজয়ী হিসেবে ঘোষিত হলো ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদের নাম।

শুক্রবার  (১১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় শততম শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি।  

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। তিনি ১০০তম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

নোবেল কমিটি জানিয়েছে, প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে নিজ দেশের দ্বন্দ্ব সমাধানে ভূমিকা রাখায় তাকে সম্মানজনক এ পুরস্কার দেয়া হয়েছে। খবর এনডিটিভি।

শান্তির নোবেলের জন্য এ বছর মনোনয়ন পান ২২৩ জন ব্যক্তি এবং ৭৮টি প্রতিষ্ঠান।

শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের প্রচেষ্টার জন্য এবং বিশেষত প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে সীমান্ত সংঘাত নিরসনে নিষ্পত্তিমূলক উদ্যোগের জন্য আবিকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!