• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

৩৮ আরোহীসহ চিলির সামরিক বিমান নিখোঁজ


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ১০, ২০১৯, ১১:৫৩ এএম
৩৮ আরোহীসহ চিলির সামরিক বিমান নিখোঁজ

ঢাকা : চিলির একটি সামরিক বিমান ৩৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে।  অ্যান্টার্কটিকা যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির বিমান বাহিনী।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, সি-১৩০ হারকিউলিস বিমানটি চিলির দক্ষিণের পুনটা অ্যারেনাস শহর থেকে স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্কটিকার পথে রওনা হয়।

বিমানের আরোহীদের মধ্যে ২১ জন ছিলেন যাত্রী, বাকিরা ক্রু। বিমানটিতে থাকা তিন আরোহী বেসামরিক নাগরিক। তারা অ্যান্টার্কটিকায় চিলির ঘাঁটিতে রসদ নিয়ে যাচ্ছিলেন।  

চিলির বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,  উড়োজাহাজটির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে তারা।

চিলির রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পাইরেরা একটি টুইট বার্তায় বলেছেন, বিমানটি নিখোঁজ হওয়ায় তিনি হতাশ হয়েছেন। রাজধানী সান্তিয়াগো থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিনি।

পরবর্তী বিবৃতিতে তিনি যোগ করেন, 'এই অঞ্চলে সমস্ত দেশি এবং বিদেশি বিমান ও নৌশক্তি অনুসন্ধানে সহায়তা করছে।'

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!