• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর পর করোনায় আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীও


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৭, ২০২০, ১০:৪৪ পিএম
প্রধানমন্ত্রীর পর করোনায় আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীও

ছবি: ইন্টারনেট

ঢাকা: চীন থেকে ছড়ানো মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এর আগে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে জানান, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আর তার কয়েক ঘণ্টা পরেই স্বাস্থ্যমন্ত্রী নিজে আক্রান্ত হওয়ার কথা জানান। ম্যাট হ্যানকক জানান, তার দেহেও মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। তিনি স্বেচ্ছা-আইসোলেশনে আছেন, এবং বাড়ি থেকে কাজ করবেন। 

এদিকে, যুক্তরাজ্যে করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ ১৮২ জনের মৃত্যু হয়েছে। সেই হিসেবে যুক্তরাজ্যে করোনাভাইরাসে এ পর্যন্ত মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে। 

করোনা ভাইরাস নিয়ে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৫ লাখ ৩১ হাজার ৮০৬ জন। এদের মধ্যে বর্তমানে ৩ লাখ ৮৩ হাজার ৭৯১ জন চিকিৎসাধীন এবং ১৯ হাজার ৩৫৭ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। 

করোনাভাইরাস আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ১৫ জনের মধ্যে ১ লাখ ২৩ হাজার ৯৪২ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ২৪ হাজার ৭৩ জন রোগী মারা গেছেন। এ হিসেবে করোনায় আক্রান্ত প্রায় ৮৪ শতাংশ রোগী সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ১৬ শতাংশ মানুষ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!