• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আফগান তালেবান


আন্তর্জাতিক ডেস্ক  মে ২৪, ২০২০, ০৫:১৪ পিএম
যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আফগান তালেবান

ঢাকা : ঈদ উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আফগান তালেবানরা।  রোববার (২৪ মে) ঈদের দিন থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকারি বাহিনীর উপর তালেবানদের হামলা জোরদার হওয়ার মধ্যেই এই ঘোষণা আসলো। এই তিন দিনের যুদ্ধবিরতি দীর্ঘ মেয়াদে সহিংসতা কমিয়ে আনার আশা জাগিয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য ২০১৮ সালের ঈদের সময়ও যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল। কিন্তু সেটি আর দীর্ঘায়িত হয়নি।

প্রেসিডেন্ট আশরাফ গনি এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, তার সেনারা যুদ্ধবিরতির শর্ত মেনে চলবে।

তালেবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তার বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘কোথাও কোনো শত্রু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাবেন না। তবে যদি শত্রুপক্ষ হামলা চালায় তখন নিজেদের রক্ষা করবেন।’

তিনি জানান, যুদ্ধবিরতি শুধুমাত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘোষণা করা হয়েছে।

এ ঘোষণার পর পরই প্রেসিডেন্ট আশরাফ গনি টুইটারে লিখেছেন, ‘আমি যুদ্ধবিরতিকে স্বাগত জানাই। আমি সামরিক বাহিনীকে তিন দিনের যুদ্ধবিরতির শর্ত মেনে চলার এবং শুধু হামলার শিকার হলেই যাতে তারা পাল্টা ব্যবস্থা নেয় সে নির্দেশ দিয়েছি।’

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!