• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারতে একদিনে রেকর্ড ২৩ হাজার রোগী শনাক্ত


আন্তর্জাতিক ডেস্ক  জুলাই ৫, ২০২০, ০৮:৪৭ এএম
ভারতে একদিনে রেকর্ড ২৩ হাজার রোগী শনাক্ত

ঢাকা : ভারতে করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ছয় লাখ ৪৮ হাজার ৩১৫ জনে পৌঁছেছে। এর মধ্যে গত এক দিনেই রেকর্ড ২২ হাজার ৭৭১ জন শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে ৪৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮ হাজার ৬৫৫ জনে। ভারত সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৪৩৩ জন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

লকডাউন শিথিলের পর থেকেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শনিবার টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে ২০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

১ লাখ ৯২ হাজার ৯৯০ জনের করোনা সংক্রমণ নিয়ে ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। স্বাস্থ্য বিভাগের প্রকাশিত পরিসংখ্যানে জানা গেছে, শুক্রবার রাজ্যটিতে ১৯৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ফলে এই মহামারীতে সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৬ জনে।

এদিকে করোনা সংক্রমণের বিচারে এখন দেশের দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুর পরিস্থিতিও দিন দিন খারাপ হচ্ছে। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। গত এক দিনে সেখানে আরও ৪ হাজার ৩২৯ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।

গত সপ্তাহে দিল্লিতে এক দিনে ৩ হাজার ৯৪৭ জন করোনা আক্রান্ত হওয়ায় সেখানে আক্রান্তের সংখ্যা এখন ৯৪ হাজার ছাড়িয়ে গেছে। ভারতের রাজধানীতে এখন পর্যন্ত ২ হাজার ৯২৩ জন কোভিড ১৯-এর কারণে মারা গেছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!