• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নারীদের সমাবেশে কাঁদলেন কিম জং উন


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ৬, ২০২৩, ০৮:০৭ পিএম
নারীদের সমাবেশে কাঁদলেন কিম জং উন

ঢাকা: উত্তর কোরীয় নেতা কিম জং উন বরবারই খুবই দৃঢ়চেতা শক্ত নেতা হিসেবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে হাজির হয়েছেন। তবে এবার তিনি সংবাদের শিরোনাম হলেন কান্না করে। কিম কান্না করতে পারেন এই বিষয়টিই যেন অনেকে এতদিন ভাবতে পারেননি। তবে সম্প্রতি দেশটিতে নারীদের এক সমাবেশে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। তার বক্তব্যে কাঁদতে থাকেন সামনে থাকা মায়েরাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কথা বলতে বলতে তিনি কান্না করছেন, চোখ মুছছেন। উত্তর কোরিয়ার জনসংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। মৃত্যুহারের চেয়ে জন্মহার অনেক কম। এ সংকট কাটাতে নারীদের বেশি বেশি সন্তান নিতে অনুরোধ করেছেন কিম। আর সেই কথা বলতে গিয়েই কাঁদতে থাকেন তিনি।

উত্তর কোরিয়ার জনসংখ্যা প্রায় আড়াই কোটি। জাতিসংঘের হিসেব অনুযায়ী, ২০২০ সাল থেকে দেশটিতে নারীদের উর্বরতার হার জনপ্রতি ১ দশমিক ৭৯ থেকে ১ দশমিক ৮ শিশুতে নেমে এসেছে।

কিম বলেন, কোনো কঠিন সময়ে গেলে তিনি মায়েদের কথা চিন্তা করেন। তাদের সংগ্রামের কথা চিন্তা করে সাহস সঞ্চয় করেন। জাতীয় শক্তি বৃদ্ধিতে মায়েদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন উত্তর কোরীয় নেতা।

এমএস

Wordbridge School
Link copied!