• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ভারতে ৬ প্রদেশের স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৮, ২০২৪, ০৭:১৩ পিএম
ভারতে ৬ প্রদেশের স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

ঢাকা: ভারতের ছয় প্রদেশের স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। এ ছাড়া পশ্চিমবঙ্গের পুলিশ মহাপরিচালককেও বদলি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে ভোটকেন্দ্রিক সহিংসতার ঘটনার জের ধরে পশ্চিমবঙ্গের শীর্ষ পুলিশ প্রধানকে বদলি করা হয়েছে। এ ছাড়া গুজরাট, বিহার ও উত্তর প্রদেশের শীর্ষ আমলাদেরও অব্যাহতি দেওয়া হয়েছে।

বড় ভোটের আগে প্রশাসনিক এমন রদবদল ভারতে নতুন নয়। ঝাড়খন্ড, হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ডের স্বরাষ্ট্র সচিব এবং মিজোরাম ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তরের শীর্ষ কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে।

এ ছাড়া ব্রিহানমুম্বাই মিউনিসিপাল করপোরেশিনের কমিশনার ইকবাল সিং চাহাল ও মহারাষ্ট্রের অন্যান্য কর্মকর্তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে।

২০২৪ লোকসভা নির্বাচনের এক মাসও সময় বাকি নাই। শনিবার নির্বাচন কমিশন জানিয়েছে ১৯ এপ্রিল শুরু হবে ভোটগ্রহণ। সাত ধাপে ভোট চলবে ১ জুন পর্যন্ত।

এমএস

Wordbridge School
Link copied!