• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পাক-ভারত উত্তেজনা প্রশমন করতে চায় জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১, ২০১৬, ১১:৫৩ এএম
পাক-ভারত উত্তেজনা প্রশমন করতে চায় জাতিসংঘ

কাশ্মির ইস্যু নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ। দুই দেশকে এ ব্যাপারে আলোচনায় বসতে এক বিবৃতিতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। আলাপ-আলোচনার মাধ্যমে কাশ্মির সমস্যা সমাধান করা জরুরি বলেও মনে করেন তিনি।

গত মাসে উরিতে জঙ্গি হামলায় ভারতের ১৮ সেনা নিহত হয়। এর জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে আসছে। এরপর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনা অভিযান চালায় ভারত। এই ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় তা যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই উত্তেজনা থামাতে আমেরিকা, রাশিয়াসহ বিভিন্ন দেশ ইতোমধ্যে সোচ্চার হয়েছে।

বহুদিন ধরে সীমান্তে ভারত–পাকিস্তানের গতিবিধির ওপর নজর রাখছে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষণ বিভাগ। সীমান্তে ও নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন হয়েছে বলে জাতিসংঘে এ ব্যাপারে অভিযোগ তুলে পাকিস্তান। এরপরই জাতিসংঘের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব এলো।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!