• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বড় সুখবর দিল ইতালি


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১, ২০২৫, ০১:৩৮ পিএম
বড় সুখবর দিল ইতালি

ঢাকা : শ্রমিক সংকট কমাতে ও বৈধ অভিবাসন বৃদ্ধির কৌশলের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহির্ভূত দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় ৫ লাখ কর্ম ভিসা দিতে যাচ্ছে ইতালি। 

সোমবার (৩০ জুন) ইতালির মন্ত্রিসভার এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, ইতালি ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে এ ভিসা দেবে। ২০২৬ সালে দেশটি ১ লাখ ৬৪ হাজার ৮৫০টি ভিসা দেবে। পরে ২০২৮ সাল পর্যন্ত পর্যায়ক্রমে আরও ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনকে ভিসা দেবে।

ইতালির দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, শ্রম ও শিল্প খাতের প্রতিনিধিদের চাহিদা বিবেচনায় নিয়ে এবং গত কয়েক বছরে জমা পড়া প্রকৃত কর্মভিসার আবেদন যাচাইয়ের ভিত্তিতে কোটা নির্ধারণ করা হয়েছে; যাতে ব্যবসার প্রয়োজন মেটানো যায় ও কার্যক্রমটি বাস্তবসম্মত হয়।

পিএস

Wordbridge School
Link copied!