• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পর্তুগালে ফানিকুলার রেল দুর্ঘটনায় নিহত ১৫


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৯:৪৪ এএম
পর্তুগালে ফানিকুলার রেল দুর্ঘটনায় নিহত ১৫

ছবি : সংগৃহীত

ঢাকা: পর্তুগালে লিসবনের বিখ্যাত গ্লোরিয়া ফানিকুলার রেলগাড়ি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৮ জন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লিসবনের বিশ্বখ্যাত ফানিকুলার বৈদ্যুতিক রেলগাড়ির একটি বগি লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

জরুরি সেবার এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে কিছু বিদেশিও আছেন, তবে তাদের নাম বা জাতীয়তা প্রকাশ করা হয়নি।

অন্তত ১৮ জন আহত হয়েছেন, তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সরকারি প্রসিকিউটররা।

ঘটনাস্থলের ফুটেজে দেখা যায়, হলুদ-সাদা রঙের বগি লিসবনের কেন্দ্রস্থলের একটি খাড়া পাহাড় বেয়ে ওঠানামা করার সময় লাইনচ্যুত হয়ে সরু রাস্তায় পাশ ফিরে পড়ে যায়।

রেলগাড়িটির পার্শ্ব ও ছাদ পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এটি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে একটি ভবনের সঙ্গে ধাক্কা খেয়েছে বলে মনে হচ্ছে। ধাতব কাঠামোর গাড়িটির অংশবিশেষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেলগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে পাহাড় থেকে নেমে আসছিল।

এটি ভবনের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায় এবং মুহূর্তের মধ্যে কাগজের বাক্সের মতো ভেঙে পড়ে। লিসবনের গ্লোরিয়া ফানিকুলার ট্রামটি একটি জাতীয় ঐতিহ্যবাহী স্থাপনা। এই দুর্ঘটনায় পর্তুগালে একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

এসআই

Wordbridge School
Link copied!