ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়ার পর বিষয়টি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির ব্যাখ্যায় বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ‘বিচ্ছিন্ন ঘটনা’ শব্দটি ব্যবহার করে মূলত বোঝাতে চেয়েছেন—এই হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতে পারবে না। নির্বাচনী প্রক্রিয়া স্বাভাবিকভাবেই এগিয়ে যাবে।
নির্বাচন কমিশনের মতে, এ ব্যাখ্যার মাধ্যমে সিইসির বক্তব্য ঘিরে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তার অবসান ঘটবে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে নির্বাচন কমিশন এসব কথা জানায়।
এর আগে ঢাকায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, আইনশৃঙ্খলার অবনতি কোথায় হয়েছে? মাঝে মধ্যে দুয়েকটি খুনখারাবির ঘটনা ঘটলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।
হাদির ওপর গুলির ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনাকে নির্বাচন কমিশন বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছে এবং এমন ঘটনা অতীতেও ঘটেছে।
এম







































