• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আর ‘সুশীলতা’ দেখানোর সুযোগ নেই, লাশ পড়লে আমরাও লাশ নেব: হুঁশিয়ারি মাহফুজের


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:০৯ পিএম
আর ‘সুশীলতা’ দেখানোর সুযোগ নেই, লাশ পড়লে আমরাও লাশ নেব: হুঁশিয়ারি মাহফুজের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা মাহফুজ আলম বলেছেন, দেশ অত্যন্ত সংকটজনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং এ অবস্থায় আর ‘সুশীলতা’ দেখানোর সুযোগ নেই। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। একটি লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব।”

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, একদিকে দেশে বিচারিক প্রক্রিয়া চলমান, অন্যদিকে আইনের ফাঁক গলে কেউ কেউ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছে। তিনি অভিযোগ করেন, দেশের ভেতরে হামলা চালানো হচ্ছে এবং তার ‘ভাইয়ের ওপর গুলি চালানো হয়েছে’, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশে থেকে বা বাইরে থেকে যারা ভারতের কিংবা অন্য ভিনদেশি শক্তির স্বার্থ রক্ষা করবে, তাদের নিরাপদে থাকতে দেওয়া হবে না। “আমরা যদি নিরাপদ না থাকি, তাহলে আমাদের শত্রুরাও এই দেশে নিরাপদ থাকতে পারবে না—এটাই আমাদের মৌলিক অবস্থান,” বলেন তিনি।

৫ আগস্টের পর পরিস্থিতির কথা উল্লেখ করে মাহফুজ আলম বলেন, সে সময় ‘মুজিববাদী’, আওয়ামী লীগ ও ১৪-দলীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা থাকা সত্ত্বেও তারা সংযম দেখিয়েছিলেন। কিন্তু সেই সংযমকেই এখন দুর্বলতা হিসেবে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। “ক্ষমা করে থাকলে সেটাই ছিল আমাদের ভুল। আমরা আর সেই ভুল করব না,” যোগ করেন তিনি।

সাবেক এই তথ্য উপদেষ্টা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দেশের ভেতরের রাজনৈতিক ও মুক্তির সংগ্রাম দেশের বাইরে ঠেলে দেওয়া হয়, তাহলে সেই মুক্তির লড়াইও দেশের সীমানার বাইরে গিয়েই পরিচালিত হবে।

এম

Wordbridge School
Link copied!