• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আফগান সীমান্তে গাড়ি বোমা বিস্ফোরণ, সাত পাক সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৭, ২০২৫, ০৩:৪০ পিএম
আফগান সীমান্তে গাড়ি বোমা বিস্ফোরণ, সাত পাক সেনা নিহত

ছবি: রয়টার্স

ঢাকা: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে সামরিক ক্যাম্প লক্ষ্য করে গাড়ি বোমা বিস্ফোরণে আত্মঘাতী এ হামলায় দেশটির সেনাবাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। 

শুক্রবার (১৭ অক্টোবর) পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, একজন জঙ্গি বিস্ফোরক ভর্তি গাড়ি একটি সামরিক শিবির হিসেবে ব্যবহার করা একটি দুর্গের প্রাচীরে আঘাত করে। এ সময় অন্য দুজন ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হয়।

এদিকে পাল্টাপাল্টি সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে আছে পাকিস্তান ও আফগানিস্তান। শুক্রবার সন্ধ্যা ৬টায় এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা।

পিএস

Wordbridge School
Link copied!