• ঢাকা
  • রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টাইমসের প্রতিবেদন

তেহরানে এক রাতেই ২০০ বিক্ষোভকারীর মৃত্যুর দাবি


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১০, ২০২৬, ০৮:৫৮ এএম
তেহরানে এক রাতেই ২০০ বিক্ষোভকারীর মৃত্যুর দাবি

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে রাজধানী তেহরানেই এক রাতে দুই শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। সাময়িকীটির প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর ব্যাপক গুলিবর্ষণের ফলে এই প্রাণহানির ঘটনা ঘটে।

টাইমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার রাতে তেহরানে আন্দোলন চরম আকার ধারণ করে। বিক্ষোভ চলাকালে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নেয় এবং গুলি ছোড়ে।

শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে টাইম ম্যাগাজিন জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক তেহরানের এক চিকিৎসকের কাছ থেকে তারা তথ্য পেয়েছে। ওই চিকিৎসকের দাবি অনুযায়ী, শুধু তেহরানের ছয়টি হাসপাতালে অন্তত ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

সাময়িকীটি বলছে, এই তথ্য নিশ্চিত হলে তা স্পষ্ট করে যে বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোরতম পদক্ষেপ নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সতর্কতাকেও কার্যত উপেক্ষা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যার দায়ে ইরান সরকারকে “চড়া মূল্য” দিতে হবে।

গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে ইরানের অন্তত ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের রক্তক্ষয়ী ঘটনার পর শুক্রবার রাতেও তেহরানসহ বিভিন্ন এলাকায় হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন।

ওই চিকিৎসক আরও জানান, শুক্রবার হাসপাতালগুলো থেকে নিহতদের মরদেহ দ্রুত সরিয়ে ফেলা হয়। তার ভাষ্যমতে, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়, যেখানে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের বড় একটি অংশ তরুণ বলে তিনি উল্লেখ করেন।

তবে টাইম ম্যাগাজিন জানিয়েছে, এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এম

Wordbridge School
Link copied!