• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সেই ছোট্ট অ্যালেক্সের সঙ্গে দেখা করলেন ওবামা (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২০, ২০১৬, ০৫:২৫ পিএম
সেই ছোট্ট অ্যালেক্সের সঙ্গে দেখা করলেন ওবামা (ভিডিও)

মনে আছে সিরিয়ার সেই ছোট্ট শিশু ওমরান দানকিশের কথা? যার রক্তাক্ত আর ধুলিমাখা মুখখানি ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমগুলোতে। সিরিয়া যুদ্ধের শিকার সে। সেই ওমরানের ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দেখে নিজের ভাই বানাতে চেয়েছিল ৬ বছরের মার্কিন শিশু অ্যালেক্স। ওমরানকে যাতে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয় সেজন্য প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠিও দিয়েছিল সে।

এবার সেই অ্যালেক্সকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে তার সঙ্গে দেখা করলেন খোদ ওবামা। তাকে স্বাগত জানিয়ে বললেন, ‘তুমি খুবই ভালো এবং দয়ালু। আশা করি তোমার মতো করে আরো অনেক মানুষ ভাববেন। তোমার জন্যে আমি খুবই গর্বিত। সবাইকে তোমার লেখা এই চিঠি আমি পড়ে শুনিয়েছি। সবার কাছে তোমার বার্তা পৌঁছে গিয়েছে।’

এর আগে ওবামাকে দেয়া চিঠিতে অ্যালেক্স লিখেছিল, ‘প্রিয় প্রেসিডেন্ট ওবামা, সিরিয়ায় অ্যাম্বুলেন্সে বসা সেই ছেলেটির কথা কি মনে আছে? আপনি কি তাকে আনতে যাবেন, নিয়ে আসবেন আমার বাড়িতে? ...আমরা আপনাদের জন্য পতাকা, ফুল ও বেলুন নিয়ে অপেক্ষা করব। আমরা তাকে একটি পরিবার দেব, সে হবে আমাদের ভাই।’

অ্যালেক্সের এই চিঠিটিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের শরণার্থী সংকট বিষয়ে বক্তব্য দিতে গিয়ে অ্যালেক্সের চিঠির কথা তুলে ধরেন প্রেসিডেন্ট ওবামা। ওবামা বলেন, এই চিঠিটি এক শিশুর কাছ থেকে এসেছে; যে শিশু মানববিদ্বেষী হতে অথবা সন্দেহপ্রবণ হতে বা ভয়ার্ত হতে শেখেনি।

তিনি বলেন, ‘আমাদের সবার অ্যালেক্সের চেয়ে বেশি কিছু হওয়া উচিত। যদি আমরা এমন হতাম, তাহলে বিশ্বটা কেমন হতো একবার কল্পনা করুন তো। একবার ভাবুন তো, আমরা কষ্টগুলোকে কত সহজ করে দিতে পারতাম এবং কত জীবন বাঁচাতে পারতাম।’

সোনালীনিউজ/ ঢাকা/ আরএস

Wordbridge School
Link copied!