• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৯১ আরোহী নিয়ে কৃষ্ণ সাগরে রুশ বিমান বিধ্বস্ত


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২৫, ২০১৬, ০২:৩৭ পিএম
৯১ আরোহী নিয়ে কৃষ্ণ সাগরে রুশ বিমান বিধ্বস্ত

৯১ আরোহী নিয়ে একটি রুশ সামরিক বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আরটি নিউজ। তবে বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি রাশিয়ার এই সংবাদ সংস্থাটি।

বিবিসি-র নিউজে বলা হয়, ৯১ আরোহী নিয়ে রুশ সামরিক বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়। মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে কৃষ্ণ সাগরের তীরবর্তী অবকাশ কেন্দ্র সোচির আডলার বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু পরেই রাডার থেকে উধাও হয়ে যায়। রুশ সেনাবাহিনীর সংগীত শিল্পীদের একটি দল এবং সাংবাদিকদের নিয়ে এটি সিরিয়ার লাটাকিয়া প্রদেশের উদ্দেশে যাত্রা করেছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগনোর কোনাসহেনকোভ বলেন, সিরিয়ার মোতায়েন করা রুশ সেনাদের বর্ষবরণ উৎসবে সংগীত পরিবেশ করতে ওই দলটি সেখানে যাচ্ছিল।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বন্ধুপ্রতিম দেশ রাশিয়া দেশটিতে জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলায় অংশ নেয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!