• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মার্কিন রাষ্ট্রদূতদের বহিষ্কার করলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২১, ২০১৭, ১২:৫১ পিএম
মার্কিন রাষ্ট্রদূতদের বহিষ্কার করলেন ট্রাম্প

শুক্রবার শপথ নেয়ার পরপরই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন রাষ্ট্রদূতদের বহিষ্কার করলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত ওইসব পদে ট্রাম্প কাউকে নিয়োগ দেননি বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ক্ষমতা হাতে পাওয়ার পরই ট্রাম্প ওবামা আমলে নিয়োগ পাওয়া সকল রাষ্ট্রদূতদের বহিষ্কার করেন। ট্রাম্প ২০ জানুয়ারি দুপুরের মধ্যেই রাষ্ট্রদূতদের তাদের কার্যালয় ত্যাগের নির্দেশনা দেন।

এদিকে রাষ্ট্রদূতদের বহিষ্কারের পরপরই ট্রাম্প প্রশাসন নতুন রাষ্ট্রদূত নিয়োগে তৎপরতা শুরু করেছে। এর আলোকে সাউথ ক্যারোলাইনার গভর্নর নিক্কি হেইলেইকে জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই পদে ওবামা আমলে নিয়োগ পান সামানতা পাওয়ার। এছাড়া দেওলিয়া বিশেষজ্ঞ আইনজীবী ডেভিড ফ্রাইডম্যানকে ইসরাইলের ও লোয়া গভ টেরি ব্রান্সটাডকে চীনের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে। এর আগে গত ২৩ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের ১৮৮টি দেশের মার্কিন দূতাবাসে এক আকস্মিক তারবার্তা পাঠায়। ওই বার্তায় ‘কোনো ধরনের ব্যতিক্রম ছাড়া’ সব রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ দেয়া হয়। তবে পররাষ্ট্র কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারীদের এর বাইরে রাখা হয়েছে।

এরপর ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ‘আমি ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করুন। ২০ জানুয়ারির পর কাউকে বিশেষ কোনো সুবিধা দেয়া হবে না।’ট্রাম্পের বার্তার কয়েক ঘণ্টা পরই কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রুস হেইম্যান পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!