• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কাবুলে কূটনৈতিক এলাকায় বিস্ফোরণ, নিহত ৯


আন্তর্জাতিক ডেস্ক মে ৩১, ২০১৭, ১২:০৬ পিএম
কাবুলে কূটনৈতিক এলাকায় বিস্ফোরণ, নিহত ৯

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক পাড়ায় আত্মঘাতি গাড়িবোমা হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৯২ জন গুরুতর আহত হয়েছেন। নিহত সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার (৩১ মে) সকালে ওয়াজির আকবর খান এলাকায় এ বিস্ফোরণ ঘটনা ঘটে। ওই প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের ঘটনাটি নগরীর জানবাক স্কয়ারের নিকটেই যা সবচেয়ে ব্যস্ততম ও নিরাপত্তবেষ্টিত এলাকা। যেখানে বহুদেশের হাইকমিশন রয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মাজরো বলেছেন, সর্বশেষ নয়জনের মৃত্যু হয়েছে। ডজন ডজন আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় এখনো আইএস বা তালেবান কোনো জঙ্গি গোষ্টিই দায় স্বীকার করেনি।

দেশটির পুলিশ বলছে, গত কয়েক সপ্তাহ হলেই কাবুল অনেক শান্ত ছিলো। সম্প্রতি সময়ের মধ্যেই এই হামলাটি সবচেয়ে বড় ঘটনা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইটে বলেছেন, কবুলের এই হামলায় আমাদের অ্যাম্বাসির সবাই নিরাপদেই রয়েছেন। কারো কোন ক্ষতি হয়নি।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই/এআই

Wordbridge School
Link copied!