• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

২৮ বছর পর কবর থেকে তোলা হচ্ছে এই শিল্পীর দেহ


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৭, ২০১৭, ০৬:৫৮ পিএম
২৮ বছর পর কবর থেকে তোলা হচ্ছে এই শিল্পীর দেহ

ঢাকা : বিখ্যাত চিত্রশিল্পী সালভাদর দালির দেহাবশেষ কবর থেকে তোলা হচ্ছে প্রায় ২৮ বছর পর। এক নারী এই শিল্পীর সন্তান দাবি করায় ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন মাদ্রিদের এক আদালত। সালভাদর দালি ১৯৮৯ সালে ৮৫ বছর বয়েসে স্পেনে মারা যান।

১৯৫৬ সালে জন্ম নেয়া নারী মারিয়া পিলার আবেল মার্টিনেজ আদালতকে জানান, তার জন্মের আগের বছর অর্থাৎ ১৯৫৫ সালে তার মা আন্তোনিয়া কাদাকুয়েসের সঙ্গেই সালভাদর গোপন প্রণয়ের সম্পর্ক ছিল। তারই ফসল মারিয়া।

মারিয়া আরও জানান, তার মা যে বাড়িতে কাজ করতেন সেটার পাশের বাড়িটিতেই থাকতেন সালভাদর দালি। ১৯৫৫ সালে তিনি ওই কাজ ছেড়ে দিয়ে আরেক শহরে গিয়ে অন্য এক ব্যক্তিকে বিয়ে করেন। তবে তার মা অনেকবার বলেছেন যে, তার আসল বাবা হচ্ছেন সালভাদর দালি। অনেকের সামনেও তিনি এ কথা বলেছেন।

তবে সালভাদর দালির স্ত্রীর নাম এলেনা ইভনোভনা দিয়াকোনোভা, তিনি অবশ্য মডেল গালা নামেই পরিচিত। তাদের কোনো সন্তান ছিল না। তাই পরীক্ষায় যদি প্রমাণ হয় যে, মারিয়া সালভাদর দালিরই সন্তান, তাহলে তিনি চাইলে বাবার পদবী ব্যবহার করতে এবং সম্পত্তির অংশ পেতে পারবেন।

সোনালীনিউজ/ এসও

Wordbridge School
Link copied!