• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সিয়েরা লিওনে ভারীবর্ষণ, পাহাড়ধসে নিহত ৩১২


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৪, ২০১৭, ১০:৫৩ পিএম
সিয়েরা লিওনে ভারীবর্ষণ, পাহাড়ধসে নিহত ৩১২

ঢাকা: সিয়েরা লিওনে ভারীবর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে কমপক্ষে ৩১২ জনের বেশি নিহত হয়েছে। এখনো বহু মানুষ ভূমিধসে চাপা পড়া স্বজনের লাশ খুঁজে বেড়াচ্ছে, রাজধানী ফ্রি টাউনে মর্গগুলো লাশে ভরে উঠেছে।

সারারাতব্যাপী ভারীবর্ষণের পরে রিজেন্ট এলাকার পাহাড়ের একাংশ ভেঙে লোকালয়ে কাঁদার নিচে চাপা পড়ে। প্রত্যক্ষদর্শীরা এই পাহাড়ধসকে, কাঁদার নদী বলে অভিহিত করেন। ময়নাতদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছে, শহরের মর্গে ২০০ জনের লাশ এসেছে। রেডক্রস জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৩১২ জন হয়েছে।

তবে এখনো মৃতর প্রকৃত সংখ্যা পাওয়া যায়নি। পাহাড়ধসের সময় মানুষ ঘুমন্ত অবস্থায় থাকায় নিহতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে। বন্যায় আরো ২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে সিয়েরা লিওনের ভাইস প্রেসিডেন্ট ভিক্টর ফোহ বলেন, আশঙ্কা করা হচ্ছে আরো ১০০ মানুষ ধ্বংসাবশেষের নিচে আছে। পরিস্থিতি এতটাই খারাপ যে নিজেকে বিদীর্ণ মনে হচ্ছে। 

আমরা এলাকাটি ঘিরে রেখেছি এবং জায়গাটি খালি করার চেষ্টা করছি। টেলিগ্রাফ।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!