• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গুয়াতেমালায় অগ্ন্যুৎপাতে শিশুসহ নিহত ২৫


আন্তর্জাতিক ডেস্ক জুন ৪, ২০১৮, ১২:৩২ পিএম
গুয়াতেমালায় অগ্ন্যুৎপাতে শিশুসহ নিহত ২৫

ঢাকা: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে তিন শিশুসহ ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় ৩০০ ব্যক্তি। ওই আগ্নেয়গিরিটি রাজধানী গুয়াতেমালা সিটি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

গুয়াতেমালার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (কনরেড) বলছে, লাভার একটি স্রোত এল রোদেও গ্রামে আঘাত হানলে সেখানকার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এবং ভেতরে থাকা মানুষজন পুড়ে যায়। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের কারণে গুয়েতেমালা সিটির লা অরোরা বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।

গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস বলেছেন, একটি জাতীয় জরুরি কল সেন্টার চালু করা হয়েছে। স্থানীয় বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ১৯৭৪ সালের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় ধরনের বিস্ফোরণ।

কনরেডের প্রধান সেরজিও কাবানাস একটি স্থানীয় রেডিও স্টেশনকে বলেছেন, লাভার একটি স্রোত এল রোদেও গ্রামের দিকে গতিপথ পরিবর্তন করে। তিনি বলেন, এ ঘটনায় এল রোদেও গ্রাম ও এর আশপাশের এলাকা লাভার স্রোতে ডুবে যায়। এ সময় অনেকে আহত হয়েছেন, পুড়ে গেছেন এবং নিহত হয়েছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!