• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্প চাইলেও রাজি নয় ইভানকা


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১১, ২০১৮, ০৯:২৩ পিএম
ট্রাম্প চাইলেও রাজি নয় ইভানকা

ঢাকা : জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে এ বছরের শেষে ইস্তফা দেবেন বলে ঘোষণা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক নিকি হ্যালি। আর এর পরিবর্তে ট্রাম্পের মেয়ে ইভানকাকে ওই পদে বসানোর চিন্তা করছেন ট্রাম্প, এমনটিই দাবি সংবাদমাধ্যমের।

অবশ্য ট্রাম্প নিজেই বলেছেন, ওই পদে ইভানকা যোগ্যতম। তবে তার মানে এটি নয় যে, ওকে আমি বেছে নিচ্ছি। তবে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প এক টুইটবার্তায় জানিয়েছেন, তিনি নিকি হ্যালির স্থলাভিষিক্ত হতে রাজি নয়।

ইভানকা লেখেন- আমি জানি প্রেসিডেন্ট ওই পদে একজন দুর্দান্ত ব্যক্তিকে স্থলাভিষিক্ত করবেন। তবে সেটি আমি না, ওই পদে আসবেন অন্য কেউ।তিনি আরও লেখেন- হোয়াইট হাউসে কাজ করাটা অত্যন্ত গর্বের। আশা করব, নিকির পর যোগ্য কেউই যাবেন রাষ্ট্রপুঞ্জে, আমি আগ্রহী নই।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!