• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৭ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৯, ২০১৯, ০৩:২৪ পিএম
৭ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী

ঢাকা : সাত ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ফিলিস্তিনি নিউজ এজেন্সি ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার হওয়াদের মধ্যে তিনজন জেনিনের, একজন দক্ষিণাঞ্চলীয় বেথলেহেমের আল খাদের শহরের এবং আরও একজন পশ্চিমাঞ্চলীয় সালফিটের আয-জাওয়িয়া শহরের। উত্তরাঞ্চলীয় হেব্রনের বেইত উমার শহর থেকে আরও এক ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহে ওই ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। তদন্তের জন্য তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

পশ্চিমতীরের এরিয়েল শহরে অবৈধ ইহুদি বসতির কাছে এক ফিলিস্তিনির হামলায় দু'জন নিহত এবং আরও একজন আহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ওই ফিলিস্তিনির খোঁজে অভিযান চালানো হয়। এরপরেই সাতজনকে গ্রেফতার করা হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সোমবারের ওই হামলার স্থান পরিদর্শন করেছেন। তিনি এই ঘটনায় কঠিন পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!