• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তাইওয়ানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৮, ২০১৯, ০৮:৩২ পিএম
তাইওয়ানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

প্রতীক ছবি

ঢাকা: তাইওয়ানে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টা ১মিনিটে দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টির ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

এতে বিভিন্ন ভবন কেঁপে ওঠে এবং যানবাহন চলাচল বিঘ্নিত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে রাজধানী তাইপেতে উঁচু বিভিন্ন ভবন জোরে কেঁপে ওঠে। এদিকে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় ইলান কাউন্টিতে ভূমিকম্পে আতংকিত হয়ে পড়া অনেক শিক্ষার্থী তাদের শ্রেণীকক্ষ থেকে দ্রুত বেরিয়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভূমিকম্পটি পুরো দ্বীপরাষ্ট্রে অনুভূত হয়। ভূমিকম্পের ফলে সৃষ্ট পাথর ধসের কারণে ইলান ও হুয়ালিয়েনকে সংযুক্ত করা একটি মহাসড়ক বন্ধ করে দেয়া হয়

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!