• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

একাধিক পদে চাকরি দিচ্ছে বুয়েট


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১২:৫৫ পিএম
একাধিক পদে চাকরি দিচ্ছে বুয়েট

ঢাকা : সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। প্রতিষ্ঠানটিতে রাইজ সেন্টারের ইনটেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট অব বুয়েট প্রকল্পে একাধিক পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ১১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)।

বিভাগ: ইনটেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট অব বুয়েট প্রকল্প।

১. পদ: সহকারী ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

বেতন: মাসিক বেতন ৩৫,৬০০ টাকা

২. পদ: সহকারী প্রোগ্রামার

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

বেতন: মাসিক বেতন ৩৫,৬০০ টাকা

৩. পদ: প্রশাসনিক কর্মকর্তা

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অফিসার পদে কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: মাসিক বেতন ৩৫,৬০০ টাকা

৪. পদ: অ্যাকাউন্টস অফিসার

পদসংখ্যা:

যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি/বিভাগসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে স্নাতকোত্তর (বাণিজ্য/ব্যাবসায় শিক্ষা) ডিগ্রি এবং শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অফিসার পদে কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: মাসিক বেতন ৩৫,৬০০ টাকা

৫. পদ: ল্যাব অ্যাটেনডেন্ট

পদসংখ্যা:

যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) বা সমমান পাস।

অভিজ্ঞতা: ট্রেড কোর্সসহ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: মাসিক বেতন ১৬,৩৫০ টাকা

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, জন্মতারিখ, মুঠোফোন নম্বর ইত্যাদি উল্লেখ করে অভিজ্ঞতা ও সব সনদের সত্যায়িত কপি, প্রকাশনার কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।

পরিচালক, রাইজ সেন্টার, ইসিই ভবন, নবম তলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৫।

আবেদনের শেষ সময়: ৩ অক্টোবর ২০২৩

এমটিআই

Wordbridge School
Link copied!