• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শীতকালে ফুসফুসের যেসব সংক্রমণ রোধ করতে পারে গুড়


লাইফস্টাইল ডেস্ক নভেম্বর ২০, ২০২৩, ১২:৫০ পিএম
শীতকালে ফুসফুসের যেসব সংক্রমণ রোধ করতে পারে গুড়

ঢাকা : সাধারণত আমরা জানি চিনির চেয়ে গুড় ভালো। তাই রান্নায় চিনির বদলে গুড় দেওয়ার চেষ্টা করেন সবাই। ডায়াবিটিস বা রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে গুড়। তবে সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে, ফুসফুসে যে কোনো ধরনের সংক্রমণ রোধ করতে পারে গুড়।

এদিকে শীতকালে বাতাসে ধূলিকণার পরিমাণ বাড়তে থাকে। বাতাসে মিশে থাকা ভাইরাসের প্রভাবে অ্যালার্জিজনিত সমস্যাও বেড়ে যায়। এই ধরনের সমস্যা নিরাময়েও সাহায্য করে গুড়। চলুন জেনে নেওয়া যাক নিয়মিত গুড় খেলে ফুসফুসে আর কী কী উপকার হয়?

১) গুড়ের অ্যান্টিমাইক্রোবায়াল গুণের জন্যই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যেতে পারে। কয়লাখনি, সিমেন্ট, তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো দূষণ অধ্যুষিত এলাকায় থাকেন যারা, তাদেরও নিয়মিত গুড় খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

২) গুড়ে অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ বেশি। এই উপাদানটি অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। দূষণের কারণে শরীর-স্বাস্থ্যের যে ধরনের ক্ষতি হয়, তা থেকে রক্ষা করতে পারে গুড়।

৩) শরীর থেকে দূষিত পদার্থ ছাঁকতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভার। নিয়মিত গুড় খেলে লিভারে দূষিত পদার্থ জমার পরিমাণ কমে। টক্সিন থেকে ক্ষতির আশঙ্কাও কমে।

এমটিআই

Wordbridge School
Link copied!