• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সম্পর্ক টিকিয়ে রাখার সহজ তিন কৌশল 


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৪, ২০২৫, ০৫:৩০ পিএম
সম্পর্ক টিকিয়ে রাখার সহজ তিন কৌশল 

ছবি: প্রতীকী

সম্পর্ক পুরোনো হোক কিংবা নতুন, টিকিয়ে রাখাটাই সবচেয়ে জরুরি। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কেরও নানা সমীকরণ তৈরি হয়েছে। তবে কথায় বলে, পুরোনো চাল ভাতে বাড়ে। তাই সম্পর্ক এগিয়ে নিতে হলে পুরোনো ফর্মুলার ভরসা রাখা ভালো।

সঙ্গীর সঙ্গে বৃদ্ধ হওয়ার স্বপ্ন সবারই থাকে। কিন্তু নিত্য নতুন প্রেমের জোয়ারে মন ভাসে, সামান্য কথা কাটাকাটি বা মনোমালিন্যতেই সম্পর্কের ইতি পড়তে পারে। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেরি হয় না। সম্পর্ক কীভাবে সুদৃঢ় রাখা যায়, তা এখানে তুলে ধরা হলো:

অনেকের মাঝে থেকেও সঙ্গীকে আলাদা করে গুরুত্ব দিন। বোঝান, আপনি পাশে আছেন। দূরে থাকলেও প্রতিদিন বোঝাতে হবে, আপনি তার কথা ভাবছেন এবং তার প্রতিটি সমস্যায় পাশে থাকবেন।

সম্পর্কে কোনো জড়তা রাখবেন না। সম্পর্ক সহজ করতে মন খুলে সব কিছু বলুন। এমনকি, সঙ্গীর কোনো আচরণ খারাপ লাগলে তা সরাসরি বলুন।

প্রতিশ্রুতি দিলে তা রাখার চেষ্টা করুন। কথা দিয়ে কথা না রাখার অভ্যাসে বিদ্বেষ তৈরি হয় এবং সম্পর্কেও প্রভাব পড়ে। দেখা করবেন বলে দেখা দিলেন না বা ফোন করার কথা ভুলে গেলেন-দীর্ঘ দিন এমন চললে সমস্যা বাড়ে, সম্পর্ক কমজোর হয়।

এসএইচ

Wordbridge School
Link copied!