• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০

ফেলে দেওয়া চা পাতার যত ব্যবহার


লাইফস্টাইল ডেস্ক জানুয়ারি ২৯, ২০২৫, ১২:৩২ পিএম
ফেলে দেওয়া চা পাতার যত ব্যবহার

ঢাকা:  বানানোর পর চা পাতার কি আর দরকার আছে? অনেকেই তখন পাতাকে উটকো মনে করেন, ফেলে দেন ডাস্টবিনে। কিন্তু জানেন কি এই চায়ের পাতা ব্যবহার করে কত দুর্দান্ত কিছু করতে পারবেন। বাদ হয়ে যাওয়া চায়ের পাতা যেমন বাগানের গাছের সার তৈরি করবে তেমনি এটি রূপচর্চায়ও কাজে লাগতে পারে।

চায়ের পাতার এমন আরও ছয়টি ব্যবহার— 

*চায়ের পাতায় রয়েছে অ্যান্টি অ্যাক্সিডেন্ট। শরীরে আঘাত লাগলে বা জখম হলে সেখানে অনায়াসে চা পাতা সিদ্ধ লাগিয়ে দিন। সেরে যাবে ক্ষত।

*সারাদিন কম্পিউটারের সামনে থাকেন? সিদ্ধ হওয়া চা পাতা ভাল করে ঠান্ডা করে নিন। একটা পরিষ্কার কাপড়ে ব্যবহার হওয়া চা পাতা নিয়ে চোখে হালকা করে ঠান্ডা সেঁক দিন। চোখের ক্লান্তি দূর হবে। শান্তি পাবেন।

*ব্যবহার হওয়া চা কিছুক্ষণ পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন। তারপর সেই পানিতে তুলো ভিজিয়ে মুখ মুছে নিন। সপ্তাহে অন্তত তিনদিন করুন। দেখবেন ব্রণের সমস্যা কেটে যাবে।

*বাড়ির কাঠের আসবাবপত্র দীর্ঘদিন মজবুত রাখতে চা পাতার জুড়ি মেলা ভার। ব্যবহার হওয়া চায়ের পাতাকে ফের সিদ্ধ করুন। যে লিকারটি তৈরি হবে, তা দিয়ে আসবাবপত্র নিয়মিত মুছলে বেশিদিন টিকবে এবং চকচকেও থাকবে।
   
*গ্রিন টি-এর পাতা একটি পাতলা কাপড়ের মধ্যে পুরে জুতোর ভিতরে রেখে দিন। টানা ২৪ ঘণ্টা এভাবে রেখে দিলে দেখবেন জুতোর দুর্গন্ধ দূর হয়ে গিয়েছে।
    
*ফ্রিজের ভিতরে দুর্গন্ধ হলেও একটি ছোট পাত্রে ব্যবহার হওয়া চা পাতা রেখে ফ্রিজে মধ্যে রাখুন। দেখবেন ফ্রিজ ফ্রেশ থাকবে এবং সুগন্ধ বের হবে।

ইউআর

Wordbridge School
Link copied!