• ঢাকা
  • সোমবার, ২৩ জুন, ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২

অতিরিক্ত গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখবেন যেভাবে


লাইফস্টাইল ডেস্ক মে ১১, ২০২৫, ১১:৫৭ এএম
অতিরিক্ত গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখবেন যেভাবে

ঢাকা: বাংলাদেশের গ্রীষ্মকাল মানেই তীব্র গরম, ঘাম, ধূলাবালি আর ক্লান্তি। এই প্রচন্ড গরমে শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। তবে দুশ্চিন্তার কিছু নেই। কিছু সহজ অভ্যাস গড়ে তুললে নিজেকে অনেকটাই ঠান্ডা ও সুস্থ রাখা যায়। চলুন জেনে নেওয়া যাক প্রচন্ড গরমে নিজেকে ঠান্ডা রাখার চমৎকার কিছু উপায়:

*পর্যাপ্ত পানি পান করুন
গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। তাই দিনে অন্তত ৮–১০ গ্লাস পানি পান করুন। সাথে পান করতে পারেন লেবু পানি, ডাবের পানি বা স্যালাইন। এগুলো শরীরে ইলেক্ট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে।

*মাটির পাত্রে পানি রাখুন
খাবার পানি মাটির কলসি বা হাড়িতে রাখুন, ফলে পানি ঠান্ডা থাকবে। ফ্রিজের ঠান্ডা পানি পান করা স্বাস্থ্যসম্মত নয়।  মাটি প্রাকৃতিকভাবে পানি ঠান্ডা রাখে। গরমে স্বস্তি তো পাবেনই, সাথে শরীরও ভালো থাকবে।

*হালকা ঢিলেঢালা পোশাক পরুন
গরমে মোটা, আঁটসাঁট পোশাক না পরাই ভালো। সুতির হালকা রঙের জামা কাপড় গরমে পরার জন্য সবচেয়ে উপযোগী। এই ধরনের পোশাক বাতাস চলাচলে সহায়তা করে এবং শরীর ঠান্ডা রাখে। ফ্যাশন আর আরাম দুটোই একসাথে।

*রোদ এড়িয়ে চলুন
যতটা সম্ভব সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদে বের হওয়া এড়িয়ে চলুন। প্রয়োজনে ছাতা, সানগ্লাস ও হ্যাট ব্যবহার করুন। সূর্যের তাপে নিজেকে পোড়াবেন না, বরং স্মার্টলি নিজেকে রক্ষা করুন।

*হালকা ও পুষ্টিকর খাবার খান
গরমে ভারী ও তেল-মসলা জাতীয় খাবার হজমে সমস্যা সৃষ্টি করে। তাই বেশি করে ফলমূল, শাকসবজি ও ঠান্ডা জাতীয় খাবার খান। তরমুজ, শসা, পেঁপে, দই এগুলো শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

*একটু ঠান্ডা পানি, অনেকটা প্রশান্তি
দিনে অন্তত দুইবার ঠান্ডা পানি দিয়ে গোসল করলে শরীরের তাপমাত্রা অনেকটাই কমে আসে এবং ফ্রেশ লাগে।

*ঘর ঠান্ডা রাখার চেষ্টা করুন
ঘরের জানালা-পর্দা এমনভাবে সাজান যেন রোদ কম প্রবেশ করে কিন্তু বাতাস চলাচল ঠিক থাকে। ঘরের ভেতর কিছু গাছ রাখুন। চাইলে বালিশে বা পর্দায় হালকা ল্যাভেন্ডার বা পুদিনার সুগন্ধ ব্যবহার করুন—এটি মনকেও ভালো রাখবে।

*বিশ্রাম ও ঘুম জরুরি
পর্যাপ্ত ঘুম আর হালকা বিশ্রাম—এই দুইটি গরমে আপনার শক্তির উৎস। গরমে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। তাই দিনে কিছুক্ষণ বিশ্রাম ও রাতে পর্যাপ্ত ঘুম শরীরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে।

*ঘরের বাইরে বের হলে সতর্ক থাকুন
প্রচন্ড গরমে সানস্ট্রোক বা হিটস্ট্রোক হতে পারে। তাই বাইরে বের হবার আগে পানি পান করুন এবং হালকা খাবার খেয়ে নিন। খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বের না হওয়াই ভালো।

গরমকে এড়িয়ে চলা যায় না, তবে সঠিক অভ্যাস ও সচেতনতা দিয়ে এই তীব্র তাপদাহেও নিজেকে সুস্থ ও ঠান্ডা রাখা সম্ভব। শরীর ও মনের যত্ন নিন, গরমেও থাকুন সতেজ।

ইউআর

Wordbridge School
Link copied!